পিলখানায় হত্যাকান্ডের বিচার দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১৯:৪৪ | আপডেট : ৭ এপ্রিল ২০২৫, ১৯:২৫

জুলাইয়ে গনহত্যা ও শাপলা চত্বরে আলেম ওয়ালা এবং পিলখানায় হত্যার বিচার ও আওয়ামীলীগ নিষিদ্ধ করণের দাবীতে পঞ্চগড়ে রবিবার (৬ এপ্রিল) সকালে পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়কের পাশে শহীদ মিনারের সামনে ওয়ারিয়ার্স অফ জুলাই এবং জুলাই যোদ্ধার ব্যাণারে আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধন কর্মসূচীতে বক্তারা আয়না ঘরের আয়না বিবিকে ফেরত চাই ‘ ভারত যদি বন্ধু হয় শেখ হাসিনাকে ফেরত দাও সহ নানা শ্লোগান দেন। তারা বলেন খুনি হাসিনা অভূথানে ছাত্র-জনতার উপড় ভাবে গুলি চালিয়ে মানুষ হত্যা করে ভারতে পালিয়ে গিয়ে আরাম-আয়েশে জীবন যাপন করছে। আর আমরা কেউ স্বামী কেউ ছেলে হত্যার বিচার চেয়ে পথে দাঁড়িয়েছি। ৭ মাস হয়ে গেলো এখনো আমরা হত্যার বিচার দেখতে পাচ্ছিনা। আমরা নিজ চোখে হাসিনার ফাঁসি দেখতে চাই। যার পরিবারের মানুষ চলে যায় তারাই বোঝে তাদের কি অবস্থা। তারা বলেন পটুয়াখালী বাউফলের বৈষম্যবিরোধী আন্দোলনের আহত ছাত্র আশিকুর রহমান হ্রদয় চিকিৎসার অবহেলায় শুক্ররবার মারা যায় আমরা এতে গভীর ভাবে মর্মাহত । আয়না ঘরের আয়না বিবিকে অচিরেই যেনো ভারত ফেরত দেয় সেই দাবী জানাই। ভারত যদি বন্ধু হও শেখ হাসিনাকে ফেরত দাও।
তারা আরো বলেন অনেকে খুনিদের পূর্নবাসনে উদ্যোগ নিচ্ছেন এটা হতে দেয়া যাবেনা। ফ্যাসিস্ট হাসিনা শাপলা চত্বরে শত শত আলেমওলামাদের হত্যা করেছে। এছাড়া পিলখানায় পরিকল্পিত ভাবে সেনা ও বিডিআর সদস্যদের নির্মম ভাবে হত্যা করে। আমরা তার বিচার চাই ‘ আওয়ামীলীগ হচ্ছে ভোট চোরের দল ‘ছাত্র হত্যার দল। দলটিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। বক্তারা বলেন আওয়মীলীগের সকল দোসরদের অবিলম্বে বিচারের আওতায় আনার জোড় দাবী জানান বক্তারা।
এতে বক্তব্য রাখেন শহীদ সাজু ইসলামের স্ত্রী শারমিন আকতার, শহীদ সাগরের মা সখিনা বেগম , শহীদ সুমন ইসলামে বাবা হামিদ ইসলাম, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শাহপরান সুজন, জেলা গণ পরিষদের সভাপতি মাহফুজুর রহমান ,জেলা ওয়ারিয়ার্স অফ জুলা’র সদস্য সচিব সাজেদুর রহমান, সংগঠক আতিকুর রহমান রাব্বু প্রমূখ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত