জামালপুরে পাপ মোচনের আশায় ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নানে লাখো পূনার্থীর ঢল

  ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি 

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১০:০৭ |  আপডেট  : ৭ এপ্রিল ২০২৫, ০৫:১১

সনাতন ধর্মাবলম্বীদের মতে, সারা বছরের গ্লানী আর পাপ মোচন করতে পূর্ণতীর্থ অষ্টমী স্নানের মধ্যদিয়ে নিজেকে নিস্পাপ করতে জামালপুরে অষ্টমী স্নানের আয়োজন করা হয়েছে। হিন্দুদের পবিত্র গ্রন্থ মহাভারত থেকে পাওয়া, পশুরাম তার মা রেনুকা দেবীকে কুড়াল দিয়ে মারতে গেলে তার মা তাকে অভিশাপ দেয়। সেই অভিশাপে তার হাতে সেই কুড়াল পাথরের মত হয়ে যায়। আর সেই অভিশাপ থেকে মুক্ত হতে পশুরাম দেবতার কাছে প্রার্থনা করলে পশুরামকে জানানো হয় যেখানে গঙ্গা (ব্রহ্মপুত্র নদ) দক্ষিণ দিকে প্রবাহিত অষ্টমি তিথিতে সেখানে স্নান ( ডুব দিয়ে গোসল) করলে তার পাপ মোচন হবে। পশুরাম সেই অষ্টমী তিথিতে স্নান করলে তার পাপ মোচন হয় আর তার হাতে পাথর হয়ে থাকা কুড়ালটিও মুক্ত হয়ে গঙ্গা নদে পড়ে যায়। তখন থেকেই হিন্দুধর্মালম্বিরা অষ্টমী তিথিতে নিজের পাপ মোচনের জন্য জামালপুরেও ব্রক্ষ্মপূত্র নদে অষ্টমী স্নান করে আসছে । 

গতকাল শনিবার ৫ এপ্রিল সকাল ৮টা থেকে অষ্টমী স্নান শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। অষ্টমী স্নানে অংশ নিতে জামালপুর ছাড়াও শেরপুর, টাঙ্গাইল, কুড়িগ্রাম,বগুড়া ও সিরাজগঞ্জ জেলা থেকে ইতি মধ্যেই লাখো সনাতন ধর্মাবলম্বী ভক্তরা ব্রক্ষ্মপূত্র নদের তীরে পূর্ণতীর্থ অষ্টমী স্নানে অংশ নিয়েছেন। অষ্টমী স্নানকে ঘিরে জামালপুরের দয়াময়ী মন্দিরের মাঠে বসেছে গ্রামীন অষ্টমী মেলা।

পুরাতন ব্রহ্মপুত্র নদে সারা বছরের পাপ মোচন করতে আসা ভক্তদের সারা বছরে সুস্থ্য ও সুন্দর থাকার পাশাপাশি তাদের সার্বিক মঙ্গল কামনা করে হিন্দু শাস্ত্রীয় মতে নানা পরামর্শ প্রদান এবং নানা আচার নিয়ম কানুন পালন সহ পূজা অর্চনা করতে সহযোগিতা করছে বিভিন্ন মন্দির থেকে আগত পুরোহিত'রা। অষ্টমী স্নান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। পরিবার ও আত্মীয়-স্বজন একসাথে মিলিত হতে পেরে বেশ আনন্দিত পুণ্যার্থীরা। 

এদিকে  শুক্রবার থেকে শ্রী শ্রী রাঁধা মোহন জিও মন্দিরে তিনদিন ব্যাপী শুরু হয়েছে দেবী বাসন্তী দুর্গাদেবীরপূজা  অপরদিকে আজকে শনিবার দুপুর থেকে শ্রীশ্রী রীঁ দয়াময়ী মন্দিরে শুরু হয়েছে হয়েছে  শ্রীশ্রী অন্নপূর্ণা পূজা এবং দুপুর থেকে বিকাল পর্যন্ত পাঁঠা (ছাগল) বলি ও প্রসাদ বিতরণ।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত