পঞ্চগড়ে অনলাইন জুয়া বিরোধী কমিটির আত্মপ্রকাশ  

  কামরুল ইসলাম কামু , পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১০:২৭ |  আপডেট  : ৭ এপ্রিল ২০২৫, ০৫:৪৭

'তরুন মন গড়ুক দেশ, জুয়ার নেশা করুক শেষ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তরের জেলা পঞ্চগড়ে "অনলাইন জুয়া বিরোধী কমিটি পঞ্চগড়'র  আহ্বায়ক কমিটির  আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার  (৫ এপ্রিল) বিকেলে জেলা শহরের লিচুতলা এলাকায় দি ক্যাফে অক্টাসে কমিটির আত্মপ্রকাশ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়৷

 এসময় এফ.এম তানজিরুল ইসলামকে আহবায়ক ও এ্যাডভোকোট এম কে মিলনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ ও পরিচিতি অনুষ্ঠান আয়োজন করা হয়। কমিটিতে রয়েছে ৭জন উপদেষ্টা সদস্যও৷ 

অনুষ্ঠানে নব গঠিত অনলাইন জুয়া বিরোধী কমিটি, পঞ্চগড়'র আহ্বায়ক এ.এফ.এম তানজিরুল ইসলামের সভাপতিত্বে  উপস্থিত ছিলেনে কমিটির  উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলার সভাপতি সিনিয়র আইনজীবী আলহাজ্ব একেএম আনোয়ারুল ইসলাম খায়ের, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক  রুবেল পাটোয়ারী, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এর স্বত্বাধিকারী মনির হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার মাহমুদ আল মামুন হিমু প্রমুখ।

জানা যায়,অনলাইন জুয়ার ভয়ংকর প্রতারণার ফাঁদে পড়ে তরুন সমাজকে নিঃস্ব হওয়া থেকে বাচাঁতে, সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের সচেতন নাগরিকগন অনলাইন জুয়া বিরোধী কমিটি, পঞ্চগড় নামে সচেতনতা তৈরী সহ অনলাইন জুয়া বন্ধে যথোপযোগী আইন প্রণয়নের দাবীতে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগীতার মাধ্যমে এর আগ্রাসন রোধে সাংগঠনিকভাবে কাজ শুরু করেছে। পর্যায়ক্রমে সমাজের সর্বস্তরের লোকজন কে অন্তভূক্ত করে যারা স্বেচ্ছাশ্রমে এমন সামাজ উন্নয়ন মূলক কাজ করতে আগ্রহী নাগরিক গন এর সম্মিলিতি প্রচেষ্টায় অনলাইন জুয়া নিশ্চিহ্ন করা হবে।

জানা যায়, ইদানিং পঞ্চগড় জেলা শহরসহ জেলা পাঁচ উপজেলার বিভিন্ন এলাকায় তরুণ সমাজ অনলাইন জুয়ার মতো নেশায় নিজেকে সম্পৃক্ত করছে৷ এতে যুবসমাজ, তাদের পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সংগঠনটি অনলাইন জুয়ার প্রতারণার ফাঁদ থেকে তরুণ সমাজকে নিঃস্ব হওয়া থেকে রক্ষা করতে সমাজের উপর নেতিবাচক প্রভাব রোধে বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগসহ এই সমাজিক ব্যাধি রোধে কাজ করবে। 

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত