সবজি বাজারে স্বস্তি, আদমদীঘিতে ফুলকপি প্রতি পিচ ১০ টাকা
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৮:০৬ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১১:০১
বগুড়ার আদমদীঘিতে দেড় কেজি থেকে আড়াই কেজি ওজনের প্রতি পিচ ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকা। ছোট বড় সব সাইজের ফুলকপির ম‚ল্য একই। উচ্চ ম‚ল্যের বাজারে এত সস্তা ম‚ল্যে শীতকালীন অন্য কোন সবজি মিলছে না বাজারে। ক্রেতারা মনের খুশিতে ফুলকপি কিনলেও আবাদি কৃষকদের খরচই তুলতে পারছে না বলে তাদের দাবী।
জানা যায়, আদমদীঘি উপজেলা সদর সহ বিভিন্ন হাট বাজারে শীতকালীন সবজিতে বাজার ছেয়ে গেছে। স্থানীয় ভাবে এসব পন্য উৎপাদন করে বাজার জাত করেন কৃষকরা। হাট বার অর্থাৎ শনিবার ও মঙ্গলবার খুব ভোর থেকে বিভিন্ন প্রকার সবজির পাইকারি বাজার বসে। বাজারে নতুন আলু আমদানি হওয়ায় দাম কমতে শুরু করেছে। এছাড়া নতুন পিয়াজ বাজারে আসায় দাম কমেছে। উপজেলা সদরে প্রতি হাট বার এই পাইকারি বাজারে ফুলকপির বিপুল আমদানির কারণে প্রতি পিচ ১০ টাকা ম‚ল্যে বিক্রি হতে দেখা যায়। গতকাল মঙ্গলবার হাটে ফুলকপি বিক্রি হয় পাইকারি বাজারে প্রতি পিচ ৭ টাকা। এছাড়া বেগুন ৪০টাকা, পিয়াজ ৬০ টাকা, করলা ৮০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা, টমোটো ৬০ টাকা, নতুন আলু ৬০ থেকে ৭০ টাকা, পালংশাক ২০ টাকা, ছিম ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
আদমদীঘি সদর হাটে সবজি কিনতে আসা ক্রেতা কেশরতা গ্রামের আব্দুর রহিম জানান, ফুলকপি ছাড়া অন্য সবজি গুলোর দাম বেশি। দুইশ টাকা কেজির নিচে কোন প্রকার মাছ পাওয়া যাচ্ছে না। ম‚ল্য বৃদ্ধিতে চালের বাজারে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত ও নি¤œবিত্ত মানুষ। বাজার মনিটরিং জোরদার করা প্রয়োজন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাথে কথা হলে তিনি জানান, আমরা প্রায় বাজার মনিটরিং করে আসছি। এই শীত মৌসুমে আরও জোড়দার হবে আমাদের বাজার মনিটরিং ব্যবস্থা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত