শপথ নিলেন আরেক উপদেষ্টা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১২:৩৪ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক। মঙ্গলবার (১৩ আগস্ট) বঙ্গভবনের তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস-সহ অন্য উপদেষ্টাদের অনেকেই উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের তিন দিন পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রপতি গত ৮ আগস্ট পৃথক দুটি আদেশের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও ১৬ জন উপদেষ্টাকে নিয়োগ দেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এটি প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়। পরে ওইদিনই শপথের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্য ১৩ জন উপদেষ্টা শপথ নেওয়ার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন।

পরে গত রবিবার (১১ আগস্ট) দুপুর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। আজ উপদেষ্টা পরিষদের সবশেষ সদস্য হিসেবে শপথ নিলেন ‘বীর প্রতীক’ পদবির মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম। তিনি মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডো হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত