পঞ্চগড়ে স্বেচ্ছাসেবীকর্মীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৮:০০ | আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০০:০১
পঞ্চগড়ে তরুণ স্বেচ্ছাসেবীদের নেতৃত্বগুণ ও কর্মদক্ষতা বৃদ্ধি করতে পঞ্চগড়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ২৫ অক্টোবর) পঞ্চগড় সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলার পাঁচ উপজেলার শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। এ সময় হাতে কলমে তাদের নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নের নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক সাবেত আলী। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবিব সরকারসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী দিনে সমাজের উন্নয়নে স্বেচ্চাসেবীরা আরও বড় পরিসরে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত