পঞ্চগড়-২ আসনে বিএনপির ৩১ দফা নিয়ে ফরহাদ হোসেন আজাদের গনসংযোগ

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৭:৫৭ |  আপডেট  : ২৬ অক্টোবর ২০২৫, ০০:৫০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো বিনির্মানে ঘোষিত বিএনপির ৩১ দফা পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের মানুষের কাছে পৌঁছাতে শুরু করেছে গণমুখী প্রচারণা কর্মসূচি। গত শুক্রবার সকালে জেলার বোদা পৌরসভার ভাসাইনগর এলাকা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। 

গণমুখী প্রচারণা কর্মসূচির পাশাপাশি প্রতিটি পাড়ায় উঠান বৈঠক কর্মসুচি গ্রহন করা হয়েছে। এই দিন বোদা পৌর এলাকার ৯ টি ওয়ার্ডে ৯ টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় বিএনপির৩১ দফা রুপরেখা বিতরণ করা হয়।সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত এই গণমুখী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসকল কর্মসুচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

ওই বৈঠকগুলোতেফরহাদ হোসেন আজাদ বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজি দমন, ধর্মীয় স্বাধীনতা ও সহনশীলতা নিশ্চিতকরণ, কৃষি ও শিক্ষার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সবার জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা চালু সহ ৩১ দফা কর্মসূচি ঘোষনা করেন। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করে তাহলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি দ্রত বাস্তবায়ন করা হবে।বোদা-দেবীগঞ্জসহ সারা দেশে দৃশ্যমান পরিবর্তন ও উন্নয়ন করা হবে। তিনি বলেন,বিএনপি ক্ষমতার রাজনীতি করেনা,দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বাস্তব রূপরেখা নিয়ে কাজ করছে।

গণসংযোগ,গণমুখী প্রচারণা ও উঠান বৈঠকে বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ,পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা,সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময়,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ,আব্দুল্লাহ আল মারুফ অনু,মামুনুর রশিদ দুলু,উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক সোহেল রানা,পৌর মহিলা দলের আহবায়ক মজিদা বেগম, সহ উপজেলা,পৌর বিএনপি,অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত