পঞ্চগড়ে সনাতন ধর্মের ধর্মসভায় ব্যারিস্টার নওশাদ জমির 

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৮:১৩ |  আপডেট  : ২৬ অক্টোবর ২০২৫, ০০:৪৬

আপনারা কখনো কোন ভয় ভিতির মধ্যে থাকবেননা। আমি আপনাদের নিশ্চিত করে যাচ্ছি এই বাংলাদেশে কোন ভাবে কারও কোন ভয়ের কারণ নেই । বাংলাদেশ ধর্মীয় সম্প্রিতির দেশ। পবিত্র কুরআনে ধর্মের ভেতরে কোন জোর নেই । আমাদের কুরআনে ৮৮ নাম্বার সুরা ২১ এবং ২২ নং আয়াতে আছে ধর্মের ব্যাপারে কাওকে জোর করা যাবেনা। যার যার ধর্ম সেটা সে পালন করবে। আমাদের সংবিধানে ৪০ নং অনুচ্ছেদে পরিস্কার ভাবেই আছে আমাদের দেশের প্রত্যেকটি নাগরিক তার নিজের ধর্শ স্বাধীন ভাবে পালন করবে। শুধু  তাইনা আমাদের সংবিধানে এটাও উল্লেখ আছে এক ধর্মের বই অন্যধর্মের মানুষকে জোর করে পড়ানো যাবেনা। আন্তর্জাতিক আইনে আছে আমরা যাকে বলি মানবাধিকার সনদ সেখানে যে ১৮ নাম্বার ধারাটা আছে সেই ধারাটাতেও আছে সকলে তার ধর্ম সমান ভাবে পালন করবে। পঞ্চগড়ে সনাতন ধর্মালম্বীদের ২৪ তম পদযাত্রা এবং ধর্ম সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। শনিবার দুপুরে  সনাতন ধর্মালম্বীদের আয়োজনে চাঁনপাড়া দুর্গা মন্দির মাঠে আয়োজিত ধর্মসভায় এসব কথা বলেন তিনি । এর আগে একটি বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি বামা কালী মন্দির থেকে শুরু হয়ে মহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চানপাড়া দুর্গা  মন্দিরে মেষ হয়। ধর্মসভায় সভাপত্বি করেন জগদল ডিগ্রী কলেজের প্রভাষক বাবু সুবাশ চন্দ্র রায় । এসময় দামোদর পদযাত্রার আয়োজক কমিটির উপদেস্টা কল্যাণ কুমার ঘোষ বলেন সামনে ভোট । আমরা ভয়ে আছি । আমরা ভোট দিতে যেতে পারবে কিনা। আমরা হাজার হাজার মানুষ আজ নওশাদ জমিরকে একপলক দেখার জন্য এসেছি। আমরা তার কাছে নিশ্চয়তা চাই। এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে নওশাদ জমির আরও বলেন বাংরাদেশ সম্প্রিতির দেশ । এই দেশে সনাতন ধর্মালম্বিদের সাথে একসময় বৌদ্ধরা বসবাস করেছে। পরে মুসলিমরা বসবাস করেছে। এখনো বাংরাদেশের তিনটি স্খানে একই সাথে মন্দির মসজিদ আছে। বাংলাদেশের অন্যতম প্রচার মাধ্যম বিটিভিতে প্রচার কার্যক্রম শুরুর  মুহুর্তে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়। বিশ্বের কোন দেশে এটা হয়না। কাজেই এটা আমি নিশ্চিত করতে চাই বাংরাদেশে সনাতন ধর্মালম্বীদের কোন ভয় নাই । পরে ভারত থেকে আগত দর্শন গিরী মহারাজ অনুষ্ঠানের সম্পর্কে বিস্তৃত আলোচনা করেন। এসময়  জেলা  বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, সদস্য রুবেল পাটোয়ারী , সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাাদক মাহফুজার রহমান বাবু, পৌর বিএনপির সদস্যূ শামসুজ্জামান বিপ্লব,  জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুযজ্জামান বাবু,স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মানিক সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত