পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের পর শিশুসহ ছয়জনকে ফেরত বিএসএফ'র

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৮:০২ |  আপডেট  : ২৬ অক্টোবর ২০২৫, ০০:৪৮

ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক দুই শিশুসহ ছয় বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে দিকে নীলফামারী ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের আওতাধীন তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শুকানি সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে তাদের হস্তান্তর করা হয়। এরপর বিকেলে তাদের তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। 

আটক ব্যক্তিরা হলেন; পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বুড়িরবান এলাকার সঞ্জয় কুমার রায় (৩৪), শ্রীমতী বিসায়া রাণী (৩০), তাতময় রায় (০৩) ও বর্ণা রাণী (০৯), আটোয়ারী উপজেলার রাঁধানগর ইউনিয়নের ছোটদাপ এলাকার শ্রীমতী ব্রিতি রাণী (১৮), নবদিপ চন্দ্র বর্মন (২২)। 

বিজিবি ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুকানি বিজিবি ক্যাম্পের বিপরীতে ভারতের অভ্যন্তরে ৪৬ মদনবাড়ী বিএসএফ ক্যাম্পের সদস্যরা গত মঙ্গলবার ভারতে অবৈধভাবে যাওয়ার সময় ছয় বাংলাদেশিকে আটক করে। পরে বৃহস্পতিবার সকালে অনুপ্রবেশে আটক করার বিষয়টি নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নে জানায় বিএসএফ। 

এরপর আটকদের পরিচয় যাচাই করা হয়। বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত নেয় বিজিবি। বিজিবি তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সন্ধ্যায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, অবৈধভাবে প্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক ছয় বাংলাদেশি নাগরিককে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। এ ঘটনায় থানায় একটি  জিডি করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত