কাউনিয়ায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৮:০৪ | আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০০:৫৭
কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ৫ লাখ টাকা ঘুষ নিয়ে নামজারী করে দেয়ার প্রতিবাদে শনিবার উপজেলার জিন্নাহ অডিটোরিয়ামে সাংবাদিক সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্যে কুর্শা ইউনিয়নের বাহাগিলি গ্রামের মৃত আনছার আলীর পরিবারের ভূক্তভোগী সদস্য রাসনা বেগম বলেন, বিগত কয়েক মাস পূর্বে তাদের নামীও জেএল নং-৩০, আরএস ২১, খতিয়ান নং ২০, ৪৫০, নামজারি ৬৫২, দাগ নং ১৭১৪, ১৭১২, ১৭১১ ও ১৭১৪, ১৭১২, ১৭১১ এর ১ একর ২১ শতাংশ এবং আরএস খতিয়ান নং ২১ নামজারি ৭৮৭, দাগ নং ১৭৪২ জমির পরিমান ২৪ শতাংশ। মোট ১ একর ৪৫ শতাংশ জমি স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি কৌশলে নামজারী করে নেন। সেই নামজারী বাতিলের জন্য গত ৮ মার্চ ২৫ তারিখে কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর দপ্তরে আবেদন করেন তারা। ১০ মার্চ ২৫ সহকারী কমিশনার (ভুমি) এর দপ্তর হতে প্রাপ্ত শুনানির নোটিশ পেয়ে সকল অংশিজন হাজির হলে সহকারী কমিশনার (ভুমি) শুনানি শেষে কুর্শা ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মিজানুর রহমানকে জমির কাগজ পত্র যাচাই বাছাই করে প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেন। প্রতিবেদন প্রদানের নির্দেশ পাওয়ার পর কুর্শা ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মিজানুর রহমান কাজ করে দেওয়ার জন্য তাদের নিকট ৫০ হাজার টাকা দাবি করেন। সকল অংশিজন মিলে তাকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এরই মেধ্যে উক্ত সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমান প্রভাবশালী বিবাদীর পক্ষেও প্রতিবেদন দেয়ার কথা বলে দূর্নীতি, স্বেচ্ছাচারিতা করে ৫ লক্ষ টাকা নিয়েছেন বলে আমরা গোপন সূত্রে জানতে পারি। ফলে তিনি এখনো নামজারী বাতিলের কোন প্রতিবেদন দিচ্ছেন না। সহকারী ভুমি কর্মকর্তা মিজানুর রহমান এর এমন আচরণের হাত থেকে রক্ষা পেতে গত ২০ অক্টোবর ২৫ জেলা প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বরাবর লিখিত আবেদন দিয়েও কোন প্রতিকার না পাওয়ায় চিন্তিত হয়ে পড়েছে ওই ভ্ক্তূভোগী পরিবারটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য আশরাফুল ইসলাম, আনিছা বেগম, আম্বিয়া বেগম প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত