কালকিনি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

  এসআর শফিক স্বপন, মাদারীপুর 

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৭:২৯ |  আপডেট  : ২৬ অক্টোবর ২০২৫, ০০:৫০

মাদারীপুর জেলার কালকিনি পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ অক্টোবর) দুপুরে গোপালপুর এলাকার ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করে কালকিনি থানা পুলিশ। তবে, কোন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে

এদিকে, লিখন সরদারের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন, আবার কেউ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখন সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত