পঞ্চগড়ে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে তিন ট্রাক চালককে জরিমানা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৭:৫৮ | আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০০:৫০
জেলা প্রশাসন, পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের যৌথ উদ্যোগে বৃহষ্পতিবার পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া রোডস্থ পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহার করার অপরাধে তিন ট্রাকের ড্রাইভারকে মোট এক হাজার পাঁচশত টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী ছয় টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া নির্মাণ সামগ্রী পরিবহণে ব্যবহৃত গাড়ি অনাবৃত এবং বডি(কাঠামো) ও চাকা অপরিচ্ছন্ন অবস্থায় পরিবহণের মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে দুটি ট্রাক এর ড্রাইভারকে দুই হাজার পাঁচশত টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। জেলা প্রশাসন, পঞ্চগড়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ মোহাম্মদ আসিফ আলী অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জ ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় জেলা পুলিশ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় থেকে জানানো হয় এধরনের অভিযান অব্যাহত থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত