মুন্সীগঞ্জে  মোটরসাইকেল দূর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৫ এপ্রিল ২০২২, ১৯:৩৭ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৪:৫৭

মুন্সীগঞ্জ জেলার মিরকাদিমস্থ মিরাপাড়ায় আপন  (১৪) নামের এক স্কুল ছাত্র সড়ক দূর্ঘটনায় মারা গেছেন।

মঙ্গলবার ৫ এপ্রিল দুপুর ১২ টার সময়  আপনের বন্ধু রাতুলের মোটরসাইকেলে করে যাওয়ার পথে মিরকাদিম পৌরসভার  মিরাপাড়া উত্তর রামগোপালপুর  এলাকায় ট্রাকের পেছনে থাকা মোটর সাইকেলের গতি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় আপন ও তার বন্ধু।  আহত অবস্থায় তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত আপন পঞ্চসার ইউনিয়নের  ৪ নং ওয়ার্ড ডিংগাভাংগা গ্রামের মাছুম মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায় ট্রাকের পেছনে থাকা মোটর সাইকেলের গতি নিয়ন্ত্রণে না থাকায় আচমকা দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় লোকজনের সহায়তায় মোটর সাইকেলটি উদ্ধার ও ট্রাকটি আটক করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত