ভারতে করোনাভাইরাস সংক্রমণ স্তিমিত হয়ে আসছে

  গ্রামনগর বার্তা ডেস্ক

প্রকাশ: ৬ জুলাই ২০২১, ১৪:০৬ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ১৩:৪৬

ভারতে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ অনেকটা স্তিমিত হয়ে এসেছে, দেশটিতে প্রায় চার মাসের মধ্যে একদিনে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, মঙ্গলবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে ৩৪ হাজার ৭০৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় মৃত্যু হয়েছে ৫৫৩ জনের।

শনাক্ত রোগীর এ সংখ্যা ১১১ দিনের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।এদিন মৃতের সংখ্যাও ৫ এপ্রিলের পর থেকে সবচেয়ে কম ছিল।

নতুন আক্রান্তদের নিয়ে দেশটিতে শনাক্ত মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা তিন কোটি ছয় লাখ ১৯ হাজার ৯৩২ জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত।

করোনাভাইরাস মহামারীতে মৃতের সংখ্যায় বিশ্বে তৃতীয় স্থানে থাকা ভারতে মোট মৃত্যু হয়েছে চার লাখ তিন হাজার ২৮১ জনের। মৃতের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্র প্রথম ও ব্রাজিলে দ্বিতীয় স্থানে আছে।

এদিন দেশটিতে পজিটিভিটির হার ছিল দুই দশমিক ১১ শতাংশ। এখানে টানা ১৫ দিন ধরে পজিটিভিটির হার তিন শতাংশের নিচে রয়েছে। টানা ৫৪ দিন ধরে শনাক্ত রোগীর চেয়ে সুস্থ হওয়া লোকের সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে। 

দেশটির সামগ্রিক সংক্রমণ পরিস্থিতি আশাব্যঞ্জক হলেও উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর কয়েকটি জেলায় তুলনায় বেশি রোগী শনাক্ত হচ্ছে বলে জানা গেছে। দেশটির কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে এই জেলাগুলো নতুন উদ্বেগ হিসেবে দেখা দিচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত