পুলিশ স্বাভাবিক কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১৯:৫২ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২

আওয়ামী লীগ সরকারের পতনের ফলে জনরোষে পড়া পুলিশ বাহিনী কাজে ফিরতে শুরু করেছে। তারা স্বাভাবিক কাজে ফিরলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারলে ওয়াকার উজ-জামান।  

সোমবার (১২ আগসট) বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেনাপ্রধান এই কথা বলেন।

সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘পুলিশকে আরও সংগঠিত করতে হবে। তাহলে নিশ্চিত যে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি, আমাদের সেনাবাহিনী সমস্ত ডিভিশনে আছে। ইনশাল্লাহ খুব শিগগিরই পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যাবে। পুলিশ বাহিনী যখন সুন্দরভাবে কার্যক্রম শুরু করবে, তখন আমরা সেনানিবাসে ফেরত যাব।'

বিভিন্ন থানার কার্যক্রম শুরুর ব্যাপারে তিনি বলেন, 'সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত সারাদেশে ৯৫% এর উপর থানার কার্যক্রম শুরু হয়েছে। আর ঢাকা শহরে ৮৫% এর বেশি থানায় স্বাভাবিক কার্যক্রম চলছে।'

সেনাবাহিনীর প্রধান বলেন, ‘দেশের আইনশৃঙ্খরা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরও উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে।’

সংখ্যালঘুদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, 'সারাদেশের ২০টি জেলায় মাত্র ৩০টি মাইনরিটি রিলেটেড অপরাধ সংঘটিত হয়েছে। যার মধ্যে অধিকাংশই হলো মন্দিরে অগ্নিসংযোগ ও লুটপাট। তবে এগুলোর মধ্যে অধিকাংশ ঘটেছে পলিটিক্যাল কারণে।'

এসময় তিনি সব সহিংসতা পরিহার করে জনগণের জন্য রাজনীতি করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

এর আগে, সেনাপ্রধান খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত