পররাষ্ট্রসচিবের সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ১৬:১৩ | আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৬
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত কাও সো মো। সাক্ষাতে তারা রোহিঙ্গা ইস্যুসহ মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ করেন।
মঙ্গলবার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট পররাষ্ট্রসচিবের সঙ্গে মিয়ানমারের নতুন রাষ্ট্রদূতের প্রথম সৌজন্য সাক্ষাতের নির্ধারিত তারিখ ছিল। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে পরিস্থিতি চলছিল সেজন্য সৌজন্য সাক্ষাৎ স্থগিত করা হয়। স্থগিত হওয়া সৌজন্য সাক্ষাৎটি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে থাকা এক কর্মকর্তা জানান, মিয়ানমারের রাষ্ট্রদূত মিয়ানমারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্রসচিবকে জানিয়েছেন। আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে মিয়ানমারের বর্তমান সেনা শাসক যেসব অঞ্চলের দখল হারিয়েছে, সেগুলো তারা শিগগিরই নিয়ন্ত্রণে নিতে পারবেন বলে অভিমত প্রকাশ করেন। এর বাহিরে রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন আলাপ-আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, জুলাইয়ের শুরুর দিকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত কাও সো মো।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত