নন্দীগ্রামে করোনাভাইরাস সংক্রমণরোধে জরুরি সভা অনুষ্ঠিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২১, ১৮:৪৫ |  আপডেট  : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫০

বগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাস সংক্রমণরোধে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুন) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সভাপতি আব্দুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুরুল আমিন বাচ্চু, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান ও নন্দীগ্রাম পৌরসভার কাউন্সিলর আবু সাঈদ মিলন প্রমুখ। 

উক্ত সভায় করোনাভাইরাস সংক্রমণরোধে ১ জুলাই সকাল ৬ টা হতে ৭ জুলাই পর্যন্ত নন্দীগ্রাম উপজেলায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়েছে।  এছাড়াও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার দিকনির্দেশনা দেয়া হয়।   

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত