ধর্ম মন্ত্রণালয়ের চিঠি স্বাক্ষরকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১৭:৫২ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৬
‘কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তথ্য সরবরাহ’ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে এক চিঠি পাঠানো হয়েছিল গত ১২ আগস্ট। এই চিঠি গতকালই সোমবার বাতিল করা হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী কর্মকর্তা মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ১২ আগস্টের ওই পত্রটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সম্পূর্ণ নিজের একক সিদ্ধান্তে জারি করা হয়। এ কারণে স্বাক্ষরকারী কর্মকর্তা ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, প্রশাসন-১ শাখা থেকে ৯৭২ স্মারকমূলে জারি করা পত্রটি হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনের ১ আগস্টের এক স্মারকপত্রের ভিত্তিতে স্বাক্ষরকারী কর্মকর্তা জারি করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত