টেপামধুপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ দখল করে চলছে ধান মাড়াই

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ২৩ মে ২০২৪, ১৬:২১ |  আপডেট  : ৩১ আগস্ট ২০২৪, ২২:৩৫

কাউনিয়ায় টেপামধুপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে চলছে ধান মাড়াই ও খড় শুকানোর কাজ। এতে বিদ্যালয়ের লেখা পড়ার পরিবেশ নষ্ট হচ্ছে। পাশাপাশি এলাকার কোমলমতি শিশু, ছাত্র-ছাত্রীরা ও খেলোয়াড়রা খেলা-ধুলার জন্য মাঠ ব্যবহার করতে পারছে না। বিদ্যালয়ের বারান্দা ও খেলার মাঠে ধান মাড়াই ও খড় শুকানোর ফলে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

সরেজমিনে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের টেপামধুপুর উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে চলছে ধান মাড়াই ও খড় শুকানোর কাজ। বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতায় বিদ্যালয়ের ভেতর, বারান্দা এবং খেলার মাঠ দখল করে দীর্ঘদিন ধরে ধান মাড়াই ও খড় শুকানো হচ্ছে। এতে করে বিদ্যালয়ে আসা ছাত্র-ছাত্রীরা ধুলার কারনে সর্দি জ¦রে আক্রান্ত হচ্ছে। এছারা বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। প্রধান শিক্ষক আঃ লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসী তাদের নিষেধ না শুনে বিদ্যালয়ের বারান্দা ও মাঠে ধান মাড়াই করছেন। এলাকাবাসীর অনেকে জানান, বর্তমানে গৃহস্থবাড়ী গুলোতে উঠান না থাকায় বিভিন্ন মৌসুমে বিদ্যালয়ের মাঠ, বারান্দা এমন কি ক্লাশ রুম গুলো ব্যবহার করে স্থানীয়রা। একজন খেলোয়ার জানান, কাউনিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ গুলোতে খেলাধুলা না থাকায় এলাকার যুবসমাজ নেশাসহ বিপথগামী হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আরিফ মাহাফুজ বলেন, বিদ্যালয়ের ভবন ও বারান্দা এবং মাঠ পড়াশোনা ও খেলাধুলা করার জন্য। খেলার মাঠ দখল করে যারা ধান মাড়াই ও খড় শুকানোর কাজে ব্যবহার করছে এটা ঠিক নয়। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

ib

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত