গরুর হাটে শিল্পীদের কাজের খবরে বিব্রত মিশা সওদাগর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৪, ১০:৩৪ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৫

সম্প্রতি শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেছেন, ‘শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল শিল্পীদের গাবতলী গরুর হাটে চাকরি দেবেন।’ এমন সংবাদ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিষয়টি নিয়ে ডিপজলের সাথে যোগাযোগ করলে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এ কথা আমি কেন বলব! একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে কি এমন কথা বলতে পারি? এ ধরনের কথা অবাস্তব ও অবান্তর।’

এদিকে বিষয়টি নিয়ে বিব্রত মিশাও। তিনি বলেন, ঘরোয়া আড্ডায় দেশ, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্র নিয়ে নানা কথা হতে পারে, সব পরিবারে তাই হয়। এই কথাটাও হয়তো রেফারেন্স হিসেবে এসেছিল। যেখানে অনেক মানুষ ছিল। আমাদের ডিপজল ভাইয়ের প্রশংসা করে শিল্পীদের তখন বলছিলাম। ‘টেবিল টক’ কী করে সংবাদে চলে আসতে পারে?

এ খল অভিনেতা আরও বলেন, ‘ঘরোয়া কথাও নিউজে আসতে পারে, কিন্তু তার আগে অবশ্যই অনুমতি নেয়া প্রয়োজন। এই নিয়ে আমি কিন্তু কোনো প্রেসকে কিছু বলিনি। নিউজ ছাপার আগে আমার সাথে কেউ কথাও বলেনি। এটা নিয়ে নিউজ করা অনেকটা সাইবার অপরাধ! আমি সাংবাদিক ভাইদের যেহেতু কিছুই বলিনি তারপরেও এটা নিয়ে তারা নিউজ করেছে, এমনটা তাদের থেকে আশা করিনি।’

গরুর হাটে শিল্পীদের চাকরি বিষয়ক মিশার মন্তব্য ছড়িয়েছে ইউটিউবের মাধ্যমে। ওই ভিডিওতে বেকার শিল্পীদের কর্মসংস্থান নিয়ে কথা বলতে দেখা যায় মিশাকে। সিনেমার পাশাপাশি নাটক, ওয়েব কনটেন্টে কীভাবে শিল্পীদের ব্যবহার করা যায় সে বিষয়েও বলতে শোনা যায় তাকে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত