এনসিপির শিক্ষা ও গবেষণা সেল গঠন

প্রকাশ: ২২ মে ২০২৫, ১২:২৩ | আপডেট : ২২ মে ২০২৫, ১৬:১২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শিক্ষা ও গবেষণা সেল গঠন করা হয়েছে। দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সেলের সম্পাদক হয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত। সহ-সম্পাদক হয়েছেন মাহবুব আলম। এছাড়া সদস্য হিসেবে আছেন মোহাম্মদ মিরাজ মিয়া, সাদিয়া ফারজানা দিনা, মো. মেসবাহ কামাল, খায়রুল কবির, নাজমুল হাসান সোহাগ, মো. শওকত আলী, তানহা শান্তা, ইফতেখারুল ইসলাম, হাছিব আর রহমান এবং সুলতান মুহাম্মদ জাকারিয়া।
আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন কমিটির অনুমোদন দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সা
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত