ইসলামী ব্যাংকের মাধ্যমে দেয়া যাবে সর্বজনীন পেনশন স্কিমের কিস্তি

প্রকাশ: ২১ মে ২০২৫, ১৭:৫৯ | আপডেট : ২১ মে ২০২৫, ২৩:৩৫

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন ও মাসিক কিস্তির টাকা প্রদান করা যাবে। ইসলামী ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে এক সমঝোতা স্মারক সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলনকক্ষে স্বাক্ষরিত হয়। অর্থ সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদারের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ মহিউদ্দীন খান। এসময় জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মোঃ গোলাম মোস্তফা ও এ.ওয়াই.এম. জিয়াউদ্দীন আল-মামুন, উপসচিব সিরাজাম মুনিরাসহ বিভিন্ন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দ ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত