আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

প্রকাশ: ২২ মে ২০২৫, ১৪:১৪ | আপডেট : ২২ মে ২০২৫, ১৭:২০

বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে মাজেদুর রহমান (৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আত্মহত্যা করেছে। মৃত মাজেদুর উপজেলা সদরের শিয়ালশন দক্ষিণ পাড়ার মৃত আছির ফকিরের ছেলে। গতকাল বুধবার সকালে নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির বারান্দার তীঁরের সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পুলিশ ও স্থানিয় সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন মাজেদুর রহমান। এ কারণে তার স্ত্রীও তাঁকে ছেড়ে যান। তিনি কোনো কারন ছাড়াই স্থানীয় লোকজনকে মারধর করতেন। সর্বশেষ গত মঙ্গলবার তার বৃদ্ধ মা হাজেরা বেগমকেও মারপিট করে। ওই দিন রাতে তার মা হাজেরা বেগম একই গ্রামে তার বোনের বাড়িতে রাতের খাবার খেতে যান। রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে ফিরে দেখেন মাজেদুর বাড়ির বারান্দার তীরের সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে পুলিশে খবর দেন।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এস আই) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত