শ্রীনগর বাজারে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ও ডেউটিন বিতরণ

প্রকাশ: ২২ মে ২০২৫, ০৯:৪৯ | আপডেট : ২২ মে ২০২৫, ১৪:০০

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে গত বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ১শত ৩৬ ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ও ডেউটিন বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় শ্রীনগর বাজারে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ও ডেউটিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় হতে প্রাপ্ত নগদ ৫ লক্ষ টাকা ও ২৫ বান ডেউটিন এবং শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামের পক্ষ হতে প্রাপ্ত ২৫ বান ডেউটিন মোট ৫৩ বান ডেউটিন ও নগদ ৫ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে সমহারে তুলেন দেন শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতি।
এছাড়াও বেশী ক্ষতিগ্রস্ত ১০ জন ব্যবসায়ীকে শ্রীনগর সিজুয়ে কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা শাহে আলমের পক্ষ থেকে ১ লক্ষ টাকা ও শ্রীনগর ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ লক্ষ টাকা মোট ২লক্ষ টাকা অনুদান দিবেন বলেন জানান, শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম টিটু।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক তোফাজ্জল হোসেন, সদস্য শামসুল হক, শেখ আমজাদ হোসেন, সাজ্জাদ হক,আবু বক্কর সিদ্দিক অরেঞ্জ, রমজান হোসেন টিটু, আলাউদ্দিন তালুকদার,দেলোয়ার হোসেন দিলু, আঃ আউয়াল,মাইনুল ইসলাম মঈন, বিল্লাল হোসেন, নারী ইউপি সদস্য আছিয়া আক্তার রুমু, ইউপি সদস্য শান্তিরঞ্জন মন্ডলসহ বাজার ব্যবসায়ী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত