ইশরাকের পক্ষে রায়ের খবরে কাকরাইলে আনন্দের বন্যা

প্রকাশ: ২২ মে ২০২৫, ১৩:৩৯ | আপডেট : ২২ মে ২০২৫, ১৫:৫৬

ইশরাকের জয় হলো, ইশরাক আসছে, রাজপথ কাঁপছে... এমন সব স্লোগানে প্রকম্পিত হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরভবন, যমুনা , মৎস্য ভবন ।
বৃহস্পতিবার (২২ মে) বেলা সাড়ে ১১টায় এই খবর পৌঁছলে উচ্ছ্বাসে মেতে উঠেন তারা। চারদিক থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উৎসবে শামিল হয়েছেন হাজারও সমর্থক।
এ সময় তারা স্লোগান দেন— ‘এইমাত্র খবর এলো, ইশরাক হোসেন মেয়র হলো’; ‘আসিফ মাহমুদের চামড়া, তুলে নেবো আমরা’; ‘এক দুই তিন চার, আসিফ মাহমুদ স্বৈরাচার’।
বৃষ্টিতে ভিজে স্লোগানের মধ্যেই খবর আসে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের ফলে, ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
ইশরাককে মেয়র ঘোষণার জন্য গত এক সপ্তাহ ধরে নগর ভবন ও হাইকোর্ট এলাকাসহ বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন তার সমর্থকরা। আজও দিনভর মৎস্য ভবন মোড়ে অবস্থান নেন তারা।
সা
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত