কোটা আন্দোলনে মুক্তিযুদ্ধের ভাবমূর্তি বেশি ক্ষুন্ন হয়েছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১২:২৭ |  আপডেট  : ৩০ অক্টোবর ২০২৪, ০০:৩৬

বিগত কোটা সংস্কার আন্দোলনে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।

এ জন্য বিগত স্বৈরাচারী ব্যবস্থাকে দায়ী করেছেন তিনি। আজ বুধবার সকাল ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও সৌধের পরিদর্শন বইতে সাক্ষর শেষে সাংবাদিকদের এসবক কথা বলেন তিনি।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বিগত কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ (ভাবমূর্তি ক্ষুন্ন) হয়েছে মুক্তিযুদ্ধের। বিভিন্ন পর্যায় থেকে আমরা বিষয়গুলো দেখব। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোটা সংস্কার আন্দোলনে মুক্তিযুদ্ধের বিষয়টি প্রধান হয়ে আসছে। এটা জাতীয় এবং আন্তজার্তিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটে পড়েছে।’ 

উপদেষ্টা আরও বলেন, ‘একটা সুবিধাভোগী শ্রেণি হিসেবে বিগত স্বৈরাচারী ব্যবস্থা মুক্তিযোদ্ধাদের চিত্রিত করে এসেছে। সেই কারণে মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগকে পুনর্গঠনের জন্য সত্যিকার মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে কাজ করা হবে।’

ভূয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে প্রশ্ন করা হলে এই উপদেষ্টা বলেন, ‘এ নিয়ে এখনও পরিকল্পনা গ্রহণ করা হয়নি। আজকে সবেমাত্র এসেছি। আজকে প্রথম অফিস করব। আজকে মন্ত্রণালয়ের সকলের সাথে বসে এ বিষয়ে একটা সিদ্ধান্তে যাবো কি কি করতে হবে। আপনারা সব জানতে পারবেন। অনেক সিদ্ধান্ত নেওয়ার আছে।’

শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এই উপদেষ্টা সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত