আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সরকার
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ১৬:৩৮ | আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৫
শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, কোটা সংস্কারের পক্ষে সরকার নীতিগতভাবে একমত। সরকারের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসা হবে।
আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের আইনমন্ত্রী বলেন, পিতৃতূল্য হিসেবে আমি অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি আপনারা আন্দোলন থেকে সরে আসেন।
তিনি বলেন, আমি অ্যাটর্নি জেনারেলকে বলেছি এ সংক্রান্ত মামলার শুনানির জন্য আগামী রোববার আদালতে আপিল করতে, যেন শুনানি এগিয়ে আনা যায়।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এ আলোচনার জন্য দুজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, তাকে ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত