সন্তান কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ মায়ের, প্রাণ গেল দুজনের

  গাজীপুর প্রতিনিধিঃ

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১৩:৩৫ |  আপডেট  : ২৬ জানুয়ারি ২০২৬, ১৫:২৭

প্রতীকী ছবি

 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শিশুসন্তান কোলে নিয়ে এক মা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পড়ে নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সাতখামাইর বাজার রেললাইনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার ছাইদুর রহমান জানান।

তিনি বলেন, “ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন সাতখামাইর স্টেশন অতিক্রম করার এক নারী তার শিশু সন্তানকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। বিষয়টি রেলওয়ে পুলিশে জানানো হয়েছে।”

নিহতরা হলেন-ময়মনসিংহ জেলার পাগলা থানার টাঙ্গাবো গ্রামের মো. রাসেলের স্ত্রী নাসরিন আক্তার (২৯) ও তার ১১ মাস বয়সী সন্তান রওজাতুল জান্নাত রাফসা।

তারা শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আমতলী এলাকায় আহমদ ফকিরের বাড়িতে ভাড়া থাকতেন। রাসেল পাশের ‘কালার অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামের একটি কারখানায় কাজ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টার দিকে সাতখামাইর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় নাসরিন আক্তার মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন কাছাকাছি এলে তিনি ঝাঁপ দেন। এ সময় ইঞ্জিনের আঘাতে নাসরিন তার শিশুসহ প্রায় আট থেকে দশ ফুট দূরে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শিশুটিও মারা যায়।

নিহত নাসরিন আক্তারের ছেলে মো. বেলাল আহমেদ নাঈম বলেন, বাবার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে বোনকে কোলে নিয়ে মা সকাল ৬টার দিকে ঘর থেকে বের হয়েছিলেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা জানতে পারে তারা।

জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান বলেন, ট্রেনের ধাক্কায় এক নারী ও শিশু নিহতের খবর পেয়েছি। বিস্তারিত জানতে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত