পঞ্চগড়-১ আসনে আচরণ বিধি ভঙ্গের কারণে বিএনপির সংবাদ সম্মেলন

  কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধি :

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ |  আপডেট  : ২৬ জানুয়ারি ২০২৬, ১৫:৩০

পঞ্চগড়-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
রবিবার (২৫জানয়ারী) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। এতে পঞ্চগড় জেলা রির্টানিং অফিসার এবং জেলা প্রশাসকের দেওয়া শোকজের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পঞ্চগড়-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর এজেন্ট ব্যারিস্টার নওফেল জমির। তার লিখিত বক্তব্য বলা হয় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের বিষয় সত্য নয়। এটা কোন ক্রমেই বিএনপি প্রার্থী নওশাদ জমিরে দ্বারা সম্ভব নয়। বিধি বা কর্তৃপক্ষের নির্দেশনা কোন ক্রমেই সংঘটিত হয়নি।
এবিষয়ে প্রার্থী সর্বদা প্রচলিত আইন ও নিয়ম কানুন অনুসরণ করেছে। তার কার্যকলাপ অসৎ উদ্দেশ্য প্রণোদিত বা বেআইনী ছিল না।
গত ২৩/০১/২৬ জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারে নির্দেশনায় অভিযান পরিচালনাকালে প্রার্থীর বা কর্মীদের দ্বারা নির্বাচন আচরন বিধি অভিযোগ করেছেন। তাতে সুষ্পষ্ট ভাবে উল্লেখ নাই, কোনবিধি কিভাবে লঙ্ঘন হয়েছে।
আমাদের প্রচারণায় ব্যানার সাইজ অনধিক ৪ ফুট। যা আচরণ বিধির ৭(ঙ) বিধি সম্মত। তিনটি তৈরী তৈরিকৃত ব্যানার ১০ ফুট,ী ৩.৫ ফুট ,৭ ফুট, ৩ ফুট ,৫ ফুট, ৩ফুট। কাজেই আচরণ বিধির ৭(ঙ) বিধি অনুযায়ী ব্যানারের সাইজের কোন লঙ্ঘন হয়নি। কাজেই আমাদের বিধি সম্মত ব্যানারকে ফেস্টুন দাবী করে তা ভাংচুরসহ অপসারন করা আইনসিদ্ধ হয়নি।

ব্যারিস্টার নওফেল জমির আচরণ বিধি ভঙ্গের বিষয়ের বিপরীতে ব্যাখাসহ নির্বাচনী আচরণ বিধির নানা ধারায় এবং বর্ণিত বিষয়ে সব আনিত অভিযোগ তুলে ধরে, আচরণ বিধির কোন লঙ্ঘন হয়নি বলে এসময় ভিডিও প্রমানাদি সাংবাদিকদের কাছে তুলে ধরেন। ওই সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, জাসাস সভাপতি মো. ইউনূস শেখ, ছাত্র নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক, প্রমূখ।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত