নির্বাচন উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১৪:৫৭ |  আপডেট  : ২৬ জানুয়ারি ২০২৬, ১৬:৩০

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি মঞ্জুর করেছে সরকার।

সোমবার (২৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে ছুটি মঞ্জুর করার কথাও বলা হয়েছে।

আসন্ন নির্বাচনে সরকারি চাকরিজীবীরা যাতে ভোট দিতে পারেন সে লক্ষ্যেই ছুটি মঞ্জুর করেছে বলে জানা গেছে।

১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি চাকরিজীবীরা এ দফায় টানা পাঁচ দিনের ছুটি পেলেন।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত