গাজীপুরে ককটেল ফাটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

  গাজীপুর প্রতিনিধিঃ

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৪২ |  আপডেট  : ২৬ জানুয়ারি ২০২৬, ১৩:৪৩

প্রতীকী ছবি

 

গাজীপুরে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মীকে মারধর করে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২৫ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে চান্দনা চৌরাস্তার কাজিম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি জানিয়েছেন। 

ভুক্তভোগীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ব্যাংকটির চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান ও তার এক সহকারী সোহরাব। বিকাল সোয়া ৪টার দিকে তারা টাকা নিয়ে চান্দনা চৌরাস্তা কাঁচাবাজারের পশ্চিম পাশে কাজিমউদ্দিন চৌধুরী উচ্চবিদ্যালয়ের কাছে এসে পৌঁছালে দুই-তিনটি মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা তাদের গতি রোধ করে। একপর্যায়ে কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে টাকা বহনকারী দুজনকে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান জানান, বিভিন্ন পাড়া মহল্লার দোকান থেকে সারাদিন টাকা কালেকশন করে ২৪ লাখ টাকা উঠানো হয়। ওই টাকা বিকাল সোয়া ৪টার দিকে ব্যাগে ভরে একটি মোটরসাইকেলে করে দুজন চন্দনা চৌরাস্তা এলাকায় ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় কিছু দূর যাওয়ার পরেই তিনটি মোটরসাইকেলে করে এসে ছিনতাইকারী দল রাস্তা আটকায়। টাকা দিতে না চাইলে কয়েকটি বিস্ফোরণ ঘটায় ছিনতাইকারীরা। পরে মারধর করে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায় তারা।

ওসি হারুন অর রশিদ বলেন, ‘আমরা ঘটনাই শুনেছি এক ঘণ্টা পরে। তিনটি মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীরা টাকা লুট করে নিয়ে যায়। হামলার শিকার ব্যক্তিরা দাবি করেছেন ২৪ লাখ টাকা ছিনতাই হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত