আবুল কালাম আজাদকে গণতান্ত্রিক বাম ঐক্য থেকে অব্যাহতি প্রদান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১৬:৫৩ | আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৮:৩২
গণতান্ত্রিক বাম ঐক্যের জরুরী সভা ২৫/০১/২০২৬ইং রবিবার সকাল ১১ টায় অস্থায়ী কার্যালয়ে জোটের সমন্বয়ক ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)'র মহাসচিব হারুন আল রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী, সাধারণ সম্পাদক কমরেড খান মোঃ নুরে আলম, পলিটব্যুরো সদস্য কমরেড শাহজালাল মোল্লা, কেন্দ্রীয় সদস্য কমরেড আজাদ হোসেন হৃদয়, সমাজতান্ত্রিক মজদুর পার্টি সাধারণ সম্পাদক কমরেড ডাঃ সামছুল আলম, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহবায়ক আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)'র যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, দপ্তর সম্পাদক জুয়েল আকন্দ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহবায়ক আবুল কালাম আজাদ নির্বাচন কমিশন আইন সংশোধিত-২০২২ইং অনুযায়ী লেবার পার্টির প্রতীক আনারস মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করায় তিনি লেবার পার্টির প্রাথমিক সদস্য গ্রহন করিতে বাধ্য। এমতাবস্থায় তাকে অদ্য ২৫/০১/২০২৬ইং হতে গণতান্ত্রিক বাম ঐক্য জোটের সমস্ত কার্যকলাপ থেকে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত অব্যহতি দেওয়া হলো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত