মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ গ্রেফতার-১ 

  লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১৩:৪৮ |  আপডেট  : ২৬ জানুয়ারি ২০২৬, ১৫:২৮

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সম্রাট হালদার (৩৫) কে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ  গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রবিবার (২৫ শে জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় সম্রাটের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৩২ টি দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র (১টি হকি স্টিক, ১ টি রামদা, ১ টি বেস বলস্টিক, ১ টি লোহার স্প্রিং, ৫ টি চাপাতি, ১৮ টি ছুরি, ১ টি দা, ১ টি ক্ষুর, ১ টি চেইনস্ট্কি, ১ টি মোটর সাইকেল চেইন ও ১ টি মোটর সাইকেল এর ডিক্স) কিছু সনাক্তহীন মাদকদ্রব্য (পুলিশ কর্তৃক সনাক্তকরণ কার্যক্রম প্রক্রিয়াধীন) এবং ৫ টি মোবাইল উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম রোধ ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে সেনাবাহিনী বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আসছে।  এরই ধারাবাহিকতায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড এর অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ি উপজেলায় দিঘীরপাড় এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সম্রাট হালদার (৩৫) কে গ্রেফতার সহ ১০০ গ্রাম গাঁজা  ও ৩২ টি দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র (১টি হকি স্টিক, ১ টি রামদা, ১ টি বেস বলস্টিক, ১ টি লোহার স্প্রিং, ৫ টি চাপাতি, ১৮ টি ছুরি, ১ টি দা, ১ টি ক্ষুর, ১ টি চেইনস্ট্কি, ১ টি মোটর সাইকেল চেইন ও ১ টি মোটর সাইকেল এর ডিক্স) কিছু সনাক্তহীন মাদকদ্রব্য (পুলিশ কর্তৃক সনাক্তকরণ কার্যক্রম প্রক্রিয়াধীন) এবং ৫ টি মোবাইল উদ্ধার করা হয়।  

আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী মুন্সীগঞ্জ জেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বদ্ধ পরিকর।  এছাড়াও যেকোন সন্ত্রাসী ও নাশকতা কর্মকান্ডে জড়িত সহ অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। জনগনকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয় নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করতে আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত সদস্য টঙ্গীবাড়ী উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত।  পরবর্তীতে আটককৃত সদস্য ও উদ্ধারকৃত সামগ্রী আইনীয় প্রক্রিয়ার জন্য টঙ্গীবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত