ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার সরকারি উচ্চ বিদ্যালয়ের শততম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনি অনুষ্ঠান 

  শ্রীনগর থেকে জয়নাল আবেদীন 

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:২৪ |  আপডেট  : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৫

গতকাল শনিবার বিক্রমপুরের অন্যতম উচ্চ বিদ্যালয় ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার সরকারি উচ্চ বিদ্যালয়ের শততম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনি অনুষ্ঠান দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। 

১৯২৫ সালে ষোলঘরের অক্ষয়কুমার বসু চৌধুরী ও শ্যামসিদ্ধীর শশীকুমার ঘোষ  শ্রীনগর মৌজার মুচিকান্দা নামক স্থানে ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার ইংরেজি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শ্রীনগরের লালা জমিদার স্কুল প্রতিষ্ঠা সুনজরে দেখেননি। তাদের লাঠিয়াল জগাই মাধাইকে দিয়ে এক রাতে স্কুলগৃহ জ্বালিয়ে দেয়। অক্ষয় কুমার বসু চৌধুরী নিজ বাড়ির সকল ঘর ভেঙ্গে এনে স্কুল আবার চালু করেন। 

স্কুলের শতবর্ষের সূচনা অনুষ্ঠান হয় ২৬ জানুয়ারি ২০২৪। প্রধান অতিথির আসন অলংকৃত করেন ইমিরিটাস প্রফেসর ড. সিরাজুল ইসলাম চৌধুরী। সমাপনি অনুষ্ঠান হওয়ার কথা ছিল গত বছরের ডিসেম্বরে। কিন্তু নানান সমস্যার কারনে গত বছরের ডিসেম্বরে সমাপনি অনুষ্ঠান হতে পারেনি।

গতকালের অনুষ্ঠান শুরু হয় শান্তির স্মারক হিসেবে ১০ টি কবুতর,জাতীয় পতাকা, সংগঠনের পতাকা ও শত বর্ষের ১০টি  পতাকা ও বেলুনে শতবর্ষর ফেস্টুন উত্তোলনের মাধ্যমে। জাতীয় পতাকা উত্তলনের সময় দাঁড়িয়ে সকলে কন্ঠ মিলায়।

কোরআান ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আলোচনা পর্ব শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহবায়ক দেওয়ান নাসিরুল হক। গত এক দশকে পরলোকগত প্রাক্তন শিক্ষক, ম্যানেজিং কমিটির নির্বাহীবৃন্দ, প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির জীবন সদস্যগণের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন সমিতির সিনিয়র সহ সভাপতি ও স্মরণিকা উপ পরিষদের আহবায়ক মো. জয়নাল আবেদীন। 

সমিতির সভাপতি প্রফেসর ড. এম মোফাজ্জল হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর ও শান্ত- মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি'র ভাইস চ্যান্সেলর  প্রফেসর ড.মো. শাহ- ই- আলম। প্রাক্তন ছাত্র সমিতির উপদেষ্টা  চট্টগ্রাম  ইন্সটিটিউট অব টেকনোলজির প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. একেএম ইকবাল হুসেইন, সমিতির কোষাধ্যক্ষ এসএমএ খালেক, রাজউকের চিফ ইন্জিনিয়ার প্রকৌশলী মোবারক হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির প্রাক্তন নেতা জাহাঙ্গীর হোসেন খান প্রমুখ।

মধ্যাহ্ন ভোজ ও নামাজের  বিরতির পর শুরু হয় দ্বিতীয় পর্ব। রাফেল ড্র, বিভিন্ন খেলাধুলা পরিচালনা করে প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির ক্রীড়া সম্পাদক আবদুল বাতেন। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন দ্বিতীয় পর্বের সভাপতি মো. জয়নাল আবেদীন। তিনি শতবর্ষের স্মারক হিসেবে স্কলের উত্তর দিকে একটি বৃক্ষের চারা রোপন করেন।

কলকাতা থেকে প্রবীন ছাত্র ফটিক চন্দ্র দে, কোচবিহার থেকে প্রাক্তন ছাত্র মুকুন্দ কুন্ঠু মোবাইলের মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানান।
শতবর্ষ স্মরণিকা সম্পাদনা করেন মোঃ জয়নাল আবেদীন। তাতে ফয়েজ আহমদ, হরিআনন্দ বারড়ী, কলকাতা থেকে সর্বজ্যাষ্ঠ প্রাক্তন ছাত্র শ্রীধর পোদ্দার, ফটিক চন্দ্র দে, নিত্যানন্দ পোদ্দার ও নিউইয়র্ক থেকে প্রাক্তন ছাত্র তাসের মাহমুূদসহ বহু প্রাক্তন ছাত্র ছাত্রীদের লেখা প্রকাশ হয়েছে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত