শ্রীনগরে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

  নজরুল ইসলাম প্রতিনিধি শ্রীনগর (মুন্সীগঞ্জ)  

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:১৮ |  আপডেট  : ৫ এপ্রিল ২০২৫, ০২:০৯

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয়তাবাদী কৃষকদলের প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা শ্রীনগর ইউনিয়নের পোদ্দারপাড়া বালুর মাঠে ইউনিয়ন কৃষকদলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রীনগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফয়েজ শিকদারের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক তুহিনের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সদস্য সচিব শহিদ মজুমদার। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাঃ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সাধারণ সিদ্দিকুর রহমান মিলন।আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব শেখ অরুন, কৃষকদল নেতা শাহনুর,পাটাভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ তালুকদার, যুগ্ম সাধারণ সাধারণ আহসান উল্লাহ,শ্যাসিদ্ধি ইউনিয়ন কৃষকদলের সভাপতি আঃ হান্নান, সাঃ সম্পাদক আওলাদ হোসেন,পাটাভোগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম শ্যামল,সাঃ সম্পাদক মাজহারুল ইসলাম রানা, হাসাড়ার সাইজুদ্দিন দেওয়ান, বীরতারার মিনার,রাঢ়ীখালের শামীম খান, বাঘড়ার মনোয়ার হোসেন মন্টু, কুকুটিয়ার আঃ বারেক, আটপাড়ার সভাপতি সুজন, মহিলা নেত্রী রেখা বেগমসহ ইউনিয়নের প্রান্তিক কৃষকবৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত