মেহেরপুরের ৯ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুরঃ

প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ০৯:৫৬ |  আপডেট  : ১০ মে ২০২৪, ০৮:২৮

মেহেরপুরে ৯ ইউনিয়নে ভোট  গ্রহণ চলছে। দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে ভোট গ্রহণের সরঞ্জামাদি বিতরণ করেছে মেহেরপুর জেলা নির্বাচন অফিস। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব সরঞ্জামাদি বিতরণ করা হয়। 

মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনসার জানায়, মুজিবনগর উপজেলার ৪ টি ও গাংনী উপজেলায় ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে ১১ নভেম্বর বৃহস্পতিবার। সে অনুযায়ি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং প্রয়োজনীয় সংখ্যক আইন শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে। মুজিবনগর উপজেলার মোনাখালী,দারিয়াপুর, মহাজনপুর ও বগোয়ান ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। মুজিবনগর উপজেলার মোট ৪০টি ভোট কেন্দ্রে বুথ হবে ২৪০ টি। ৪টি ইউনিয়নে পুরুষ ৩৯ হাজার ৯১৩জন এবং মহিলা ভোটার রয়েছে ৪০ হাজার ৫৪২জন। গাংনী উপজেলার ৫টি ইউনিয়নে কেন্দ্র হবে ৪৭টি। গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন,সাহারবাটি ইউনিয়ন, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন, বামুন্দি ইউনিয়ন এবং মোটমুড়া ইউনিয়নে মোট ৪৭ টি কেন্দ্রে ৩৪৬ টি বুথে ভোট গ্রহণ চলবে। গাংনী উপজেলার ৫টি ইউনিয়নের মোট ১ লক্ষ ১৮ হাজার ৭২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োাগ করবেন। এর মধ্যে ৫৮ হাজার ৪৯৫ জন পুরুষ এবং ৫৯ হাজার ৪২৯ জন মহিলা ভোটার রয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত