গজারিয়ায় ডাক ঢোল পিটিয়ে এলাকায় ফিরলো শীর্ষ নৌ ডাকাত পিয়াস  

  প্রতিনিধি(গজারিয়া)

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৮ |  আপডেট  : ১১ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত পুলিশ ক্যাম্পে সংলগ্ন গোলাগুলি মামলার অন্যতম আসামী,শীর্ষ নৌ ডাকাত বাবলা,মান্নান ও হৃদয় বাঘসহ একাধিক হত্যা ও ২৫ মামলায় আসামী শীর্ষ নৌ ডাকাত পিয়াস ডাক ঢোল পিটিয়ে এলাকায় ফিরলো,যে কো ন অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্তক রয়েছে পুলিশ প্রশাসন। 

বৃহস্পতি বার(১১ডিসেম্বর)বেলা ১২ঘটিকায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর দক্ষিন জামালপুর গ্রামে বাদ্যযন্ত পিটিয়ে শত শত লোকজন নিয়ে নিজ বাড়িতে আসেন শীর্ষ নৌ ডাকাতসহ পিয়াসসহ তাঁর বাহিনীর একাধিক সদস্য,তাদের মধ্যে উল্লেখযোগ্য শাহাদাত,কাবিল,সাব্বির,আকাশ,নাদিম,রিফাত,রাসেল,ছাইদুল প্রমুখ।

স্থানীয় জামালপুর গ্রামের এক যুবক জানান,পাশ্ববর্তী মতলব উপজেলা থেকে ১৫/১৬টা ট্রলার যোগে ডাকাত বাহিনীর শত শত সদস্য ডাক ঢোল পিটিয়ে,মিছিল করতে করতে গ্রামে আসে তারপরই গ্রামে শোডাউন দিতে থাকে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান, ডাকাত কবলিত গুয়াগাছিয়ার মূর্তিমান আতংক পিয়াস একাধিক মামলার হুলিয়া নিয়ে দীর্ঘদিন এলাকার বাহিরে ছিল আজ হঠাৎ সে যে ভাবে গ্রামে ডাক ঢোল পিটিয়ে আগমন করলো তা আতংকের বিষয়,না জানি আবার কোন ঘটনা ঘটে এবং কার বুক খালি হয়।

বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো:হাসান আলী বলেন,আমি আজ পুলিশ ক্যাম্প পরিদর্শনসহ স্থানীয় গুয়াগাছিয়া, শিমুলিয়া, বালুয়াকান্দী,জামালপুর গ্রামে হেটে হেটে সাধারণ মানুষের সাথে কথা বলছি,একটা সামাজিক অনুষ্ঠানে কিছু লোক এসেছে বলে শুনেছি,এখন নাই,এদের মধ্যে যদি চিহ্নিত নৌ ডাকাত,হত্যা মামলার আসামি থাকে তাদেরকে অবশ্যই আটক করে,আইনের আওতায় নিয়ে আসবো, তবে খোজ নিয়ে জানা যায় তারা এলাকায় নেই, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়তে পুলিশ সর্তক রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত