২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি রাজশাহীতে গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৪:২৬ | আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৩
রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদকে ২৪ ঘণ্টা পরও উদ্ধার করা যায়নি। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট অক্সিজেন সরবরাহ ও খনন কাজসহ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। উদ্বেগে স্বজন ও স্থানীয়রা।
পরিত্যক্ত গভীর নলকূপের গর্তের ভেতর পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটির অবস্থান শনাক্ত করতে পারেনি উদ্ধারকারীরা। উদ্ধারকারীরা বলছেন, শিশুটি উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তাঁরা।
রাজশাহীর তানোরে দুই বছরের শিশু সাজিদের জন্য পুরো গ্রাম শ্বাসরুদ্ধ। মাত্র আট ইঞ্চি ব্যাসার্ধের অন্ধকার গর্তে পড়ে যাওয়া ছোট্ট শিশুটি উদ্ধারে ফায়ার সার্ভিসসহ সকলের আপ্রাণ চেষ্টা। তবে ফলাফল শূন্য।
সন্তানের কথা বলতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন সাজিদের মা। মায়ের আর্তনাদ আর বিলাপে ভারী এখন পুরো এলাকার বাতাস।
স্বজনেরা বলছেন, ছোট্ট একটি শিশু উদ্ধারে এত অপেক্ষা। সময় যত বাড়ছে বেঁচে থাকার আসা ততই যেন ক্ষীণ হচ্ছে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, গভীর নলকূপের ভেতর পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। শিশুটিকে উদ্ধারে সব ধরনের পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। কাজ করছে আটটি ইউনিট ।
রাজশাহীর তানোরে বুধবার (১০ ডিসেম্বর) শিশু সাজিদ তার মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপের মধ্যে পড়ে যায়। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে এস্কেভেটর দিয়ে খনন ও অক্সিজেন সরবরাহ চালাচ্ছে। দীর্ঘ সময় সাড়া না পাওয়ায় উদ্বেগ বাড়ছে স্বজন ও স্থানীয়দের।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত