খেলাধূলা যুব সমাজকে মাদক ও অবৈধ কাজ হতে মুক্ত রাখবে: ডিসি সৈয়দা নুরমহল আশরাফী

  লিটন মাহমুদ

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৩:৩২ |  আপডেট  : ১১ ডিসেম্বর ২০২৫, ১৬:২৬

খেলাধূলা যুব সমাজকে মাদক ও অবৈধ কাজ হতে মুক্ত রাখবে: মুন্সীগঞ্জের লৌহজং এ খেলার মাঠ উদ্বোধনকালে এমন মন্তব্য করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা গাঁওদিয়া ইউনিয়নের পালগাঁও গ্রামে উদ্ধারকৃত ১.০৪ একর সরকারি খাস জমিতে গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় নির্মাণ হওয়া এ খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিসি সৈয়দা নুরমহল আশরাফী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, খেলাধূলা মানুষকে শারীরিক মানসিক আর্থিকভাবে সুস্থ রাখে ভালো রাখে৷ নিজেকে পরিশীল হতে সাহায্য করে৷ খেলাধুলার মধ্যে যদি আমরা যুব সমাজকে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে তারা মাদক, নেশা, সন্ত্রাস, নাশকতা সব ধরনের অন্যায় অবৈধ কাজ হতে তারা মুক্ত থাকবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু৷ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল, স্থানীয় সমাজ সেবক সোলাইমান হোসেন সুমন, আলেয়া ইসলাম, গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো. সোহেল, প্যানের চেয়ারম্যান মো. টিটু শিকদার, রাশেদুল ইসলাম, ইউপি সদস্য তোবারক ঢালী, মো. মোশারফ হোসেন বেপারী, ইকবাল শিকদার, শাহআলম বেপারী ও উপজেলা মহিলা দলের সম্পাদীকা আলেয়া ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এর আগে সদ্য সাবেক ইউএনও মো.নেছার উদ্দিন এই সরকারি জমিটি উদ্ধার করেন৷ যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলার মাঠ নির্মাণ কাজ শুরু করেন। তখন মো. নেছার উদ্দিন বলেন আমরা চাই বর্তমান প্রজন্ম নেশা ও প্রযুক্তিনির্ভর জীবনের একঘেয়েমি থেকে বেরিয়ে মাঠে ফিরে আসুক। এজন্যই আমরা এই মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছি। তিনি মাঠটি স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর ব্যবহারের জন্য উন্মুক্ত রাখাতে এবং স্কুল পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনেও এটি ব্যবহার করা হবে বলে জানান।

এলাকাবাসী দীর্ঘদিন দখলে থাকা সরকারি জায়গা উদ্ধার করে মাঠ নির্মাণ করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত