স্বর্ণ ব্যবসায়ীর ডাকাতি হওয়া বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধারসহ ০৫ ডাকাত গ্রেফতার

  লিটন মাহমুদ

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ |  আপডেট  : ১১ ডিসেম্বর ২০২৫, ১৬:৩০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকায় গত ০৭-১২-২০২৫ তারিখ বিকেল আনুমানিক ১৫.৪৫ ঘটিকায় ঢাকা থেকে চট্টগ্রামে স্বর্ণ নিয়ে বাসযোগে যাওয়ার সময় পুলিশের পোশাক পরিহিত ৩ জনসহ ০৫ জনের একটি ডাকাতদল স্বর্ণ ব্যবসায়ী দুইভাইকে তাদের নামে মাদক মামলা আছে বলে সকলের সামনে হ্যান্ডকাফ পড়িয়ে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে নিয়ে যায় এবং নোয়া মাইক্রোবাসে তুলে তাদেরকে চোখ বেঁধে মারপিট করে ভয় দেখিয়ে তাদের নিকট থাকা মোট ১৪৫ ভরি ০৮ আনা ০৪ রতি স্বর্ণ অলংকার, দুটি মোবাইল ফোন, কিছু নগদ টাকা, ২টি এটিএম কার্ড এবং ১টি এনআইডি কার্ড ডাকাতি করে নিয়ে যায়। এরপর ডাকাতরা ভিকটিম দুইজনকে গাজীপুর জেলার কালিগঞ্জ থানা এলাকায় হাত পা বাঁধা অবস্থায় নামিয়ে দিয়ে চলে যায়।

গত ০৮ই ডিসেম্বর বিকেলে বিষয়টি পুলিশ সুপার মুন্সীগঞ্জ মহোদয় অবগত হওয়ার পর তার তাৎক্ষণিক কঠোর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক তদারকিতে প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয় এবং এরপর একই তারিখ সন্ধ্যার পর জেলা গোয়েন্দা পুলিশের টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীদের সনাক্তপূর্বক অভিযান শুরু করে। এ সংক্রান্তে গজারিয়া থানার মামলা নম্বর-৬, তারিখ-০৯ই ডিসেম্বর ধারা-৩৯৫/৩৯৭/১৭০/১৭১ পেনাল কোড রুজু করা হয়।অভিযানের একপর্যায়ে ০৯ই ডিসেম্বর সকাল ০৭.৩০ ঘটিকার পর ঢাকার কাফরুল থানা এলাকা থেকে সনাক্তকৃত নোয়া মাইক্রোবাসের ড্রাইভার ১। মোঃ জাকির হোসেন (৩৮), পিতা-মৃতঃ রসমত আলী, মাতা-মৃত আনজুয়ারা বেগম, সাং মাতনগর, থানা-নলডাঙ্গা, জেলা-নাটোর, এ/পি-পূর্ব শেওড়াপাড়া, থানা-কাফরুল, ডিএমপি ঢাকাকে(মোঃ আক্তারুজ্জামান মুন্সির ৫তলা বিল্ডিং এর সিড়ি কোটা সামনের ড্রাইভার থাকার সিঙ্গেল রুম হইতে) গ্রেফতার পূর্বক তার হেফাজত থেকে ১০ ভরি ০৪ আনা এবং নগদ ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। তার দেওয়া তথ্যমতে একই বিল্ডিংয়ের ৩য় তলা হইতে ২। মোঃ আক্তারুজ্জামান মুন্সি(৪৩), পিতাঃ আঃ মান্নান মুন্সি, মাতা- মনোয়ারা বেগম, সাং বনকোট, থানা-দেবীদ্বার, জেলা- কুমিল্লা, এ/পি-পূর্ব শেওড়াপাড়া, কাফরুল, ডিএমপি ঢাকাকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে লুন্ঠিত স্বর্ণের ৪৩ ভরি ০১ আনা, ডাকাতির কাজে ব্যবহৃত ০২টি হ্যান্ডকাফ, ০২টি ওয়াকিটকি, ০৩ সেট পুলিশের পোষাক ও ডাকাতির কাজে ব্যবহার করা নোয়া মাইক্রোবাস যার নম্বর ঢাকা মেট্রো-চ-১৬-১৮১৭ আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে এবং দেওয়া তথ্যমতে ঢাকার মিরপুরের শাহ আলী থানা এলাকা হইতে ৩। মোঃ রমজান (৩৫), পিতা-মো মৃতঃ কবির শেখ, মাতা-জাহানারা খাতুন, সাং চরজানাজাত মজিদ শেখের কান্দি, থানা-শিবচর, জেলা-মাদারীপুর, এ/পি-মিরপুর-১ শাহ আলী, থানা-শাহ আলী, ডিএমপি ঢাকা’কে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ২০ ভরি ০৮ আনা স্বর্ণালঙ্কার, স্বর্ণ মাপার স্কেল, মাই টিভির আইডি কার্ড এবং স্বর্ণ বিক্রয়ের নগদ ৫,০০,০০০ (পাচঁ লক্ষ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং তাহাদের দেওয়া তথ্যমতে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা এলাকা থেকে ৪। মোঃ রমজান আলী (৪০), পিতা-মৃত খোরশেদ আলী, মাতা-আমেনা বেগম, সাং বকচর, থানা-হরিরামপুর, জেলা- মানিকগঞ্জ এর নিজ বাড়ি হইতে গ্রেফতার পূর্বক তার হেফাজত থেকে ১৩ ভরি ০৭ আনা স্বর্ণালঙ্কার এবং স্বর্ণ বিক্রয়ের নগদ ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

৩নং ডাকাত মোঃ রমজান জিজ্ঞাসাবাদে জানায় ডাকাতিকৃত স্বর্ণ হইতে ১৪ ভরি স্বর্ণ মিরপুর বড়বাগ এলাকার ইসলাম জুয়েলার্স এর মালিকের নিকট বিক্রি করে। উক্ত তথ্যমতে রমজান আলীর দেখানোমতে ইসলাম জুয়েলার্স এর মালিক মোঃ ইসমাইল হোসেন (৫০), পিতা-আব্দুস সোবহান, মাতা-আফিয়া খাতুন, সাং নরসিংহপুর, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী, এ/পি- বড়বাগ, থানা-মিরপুর মডেল, ডিএমপি ঢাকার এর নিকট থেকে বিক্রিত ১৪ ভরি স্বর্ণের মধ্য হইতে ০৬ ভরি ১৪ আনা স্বর্ণ অলংকার উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

 সর্বমোট ৯৪ ভরি ১৪ আনা স্বর্ণালংকার এবং স্বর্ণ বিক্রয়ের নগদ ১৩,৫০,০০০/- (তের লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ০২ হ্যান্ডকাফ, ০২ টি ওয়াকিটকি, পুলিশের ০৩ সেট ইউনিফর্ম ও সর্বমোট ০৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আকতারুজ্জামান মুন্সী এসবি, ঢাকার সাব-ইন্সপেক্টর (ইতোমধ্যে বিভাগীয় ব্যবস্থাও গ্রহন করা হয়েছে) ও গ্রেফতারকৃত মোঃ রমজান আলী, পিতা- মৃত খোরশেদ আলী মানিকগঞ্জ জেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি এবং গ্রেফতারকৃত মোঃ রমজান, পিতা- মৃতঃ কবির শেখ, ঢাকার শাহ আলী থানা এলাকার মাই টিভি প্রতিনিধি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।  

তাদের বিক্রি করা আরো কিছু স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে। পলাতক আরো একজন ডাকাতকে গ্রেফতার এবং অবশিষ্ট লুন্ঠিত মালামাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত