ঢাকায় ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
গ্রামনগর বার্তা রিপোর্ট
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৪ | আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১৬:২৬
রাজধানী ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটের পাশে ফুটপাত থেকে এক অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই আমিরুল জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত