বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

  বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশ: ৯ নভেম্বর ২০২১, ১৯:৫৯ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬

বাগেরহাটের ফকিরহাটে পারিবারিক কলহের জেরে আরিফা বেগম (১৮) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মোহাম্মদ হেলাল (২৫)। সোমবার (০৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় আরিফার মায়ের ভাড়া বাড়িতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছে। এই ঘটনায় মঙ্গলবার ফকিরহাট থানায় মামলা দায়ের হয়েছে। এজাহার নামীয় তিন আসামীর মধ্যে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত আরিফা বেগম ফকিরহাট উপজেলার ধনপোতা এলাকার মোঃ আরিফ আলি সেখের মেয়ে। নিজ স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ হেলাল খুলনা জেলার দিঘোলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাসিন্দা। পাচ বছর পূর্বে ২০১৩ সালে প্রেমের সম্পর্কের ভিত্তিতে আরিফার সাথে মোহাম্মদ হেলালের বিয়ে হয়। তাদের সংসারে ১৩ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। সন্তান নিয়ে খুলনা শহরে একটি ভাড়া বাসায় থাকতেন। তিনদিন আগে গেল শুক্রবার স্বামীর সাথে ঝগরা করে কোলের শিশুকে নিয়ে শয়ামবাগাত এলাকায় তার মায়ের ভাড়া বাসায় আসে হত্যার স্বীকার আরিফা বেগম।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। এজাহার নামীয় তিন আসামীর মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত