প্রাথমিক বিদ্যালয়ও খুলছে

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫২ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৪

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, `বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে আগামী ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু করার। এ বিষয়ে শিগগিরই অফিস আদেশ জারি করা হবে।'

এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

তবে প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হতে ১০ দিন বা দুই সপ্তাহ লাগতে পারে বলে জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রাথমিকের শিক্ষার্থীদের যেহেতু টিকা নেয়া হয়নি, আমাদের পরামর্শকরা যেটা বলেছেন, সংক্রমণ দ্রুত নামছে। এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা করছেন।’

মন্ত্রী বলেন, ‘১২ বছরের নিচে যারা, তাদের টিকাদানের বিষয়েও একটি উদ্যোগ নেয়া হচ্ছে। সেই কাজটিও আমরা যত দ্রুত পারি...এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের বিষয় আছে। সেগুলো আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর তারা দেখছে।

‘তারা যখনই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করাসহ সব প্রস্তুতি নিয়ে রাখছেন। যখনই স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর তৈরি হবেন সবকিছু নিয়ে, তখনই আমরা সে কার্যক্রমও শুরু করতে পারব।’
 
করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। টানা দেড় বছর বন্ধ রাখার পর গত বছরের সেপ্টেম্বরে সব স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। পরে ধাপে ধাপে খুলে যায় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোও।

করোনার নতুন ধরন ওমিক্রনের দাপটে গত ২১ জানুয়ারি ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা আছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত