পৃথিবীর ইতিহাসে গনহত্যা ও বর্বরতার পরিনামে পলাতক ফ্যাসিস্ট আর রাজনীতিতে আসতে পারেনি: ভিপি নুর

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৭:৩৪ |  আপডেট  : ২৭ এপ্রিল ২০২৫, ০০:০৯

ডাকসুর সাবেক ভিপি ও গনপরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ভারতের শুভেন্দু অধিকারীর সাথে বিজেপির কিছু লোক ভারতে বসে উস্কানি দিচ্ছে।তারা বাংলাদেশ দখলের কথা বলছেন ‘বাংলাদেশ দখল এতো সহজ। প্রতিবেশি রাষ্ট্র হিসেবে আমরা বন্ধুত্বপূর্ন সর্ম্পক চাই। গোলামীর সর্ম্পক নয়।

শনিবার (২৬এপ্রিল) দুপুরে পঞ্চগড় শেরেবাংলা পার্ক সংলগ্ন মুক্তমঞ্চে জেলা গনপরিষদ আয়োজিত গনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি বলেন পশ্চিমবঙ্গে বসে তারা মুসমিলমদের এখানে ঢুকবে ‘ সেখানে ঢুকবে এ করবে সে করবে বলে উস্কানি দিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই বাংলাদেশের সাথে লাগতে আইসেন না। তিন দিক থেকে গুতা সইতে পারবেন না। ভারত দখল হয়ে যাচ্ছে সেদিকে তাদের লক্ষ্য নাই। একদিকে পাকিস্তান গুতা দিচ্ছে একদিকে চীন গুতা দিচ্ছে। আপনাদের সেটাই সামলাতে তাদের জান শেষ। আমরা ভারতের সাথে ন্যয্যাতার সর্ম্পক চাই‘ গোলামীর সম্পর্ক নয়।

ভিপি নূর বলেন পতিত আওয়ামীলীগের নিলজ্জ বেহায়া মন্ত্রীরা বলেছেন বাংলাদেশ-ভারতের সম্পর্ক নাকী স্বামী স্ত্রীর মত। আওয়ামীলীগ ভারতে মনোনীত দাস সরকার ছিল। তারা এখন ভারতে পালিয়ে আছে। তিনি বলেন, ২৪ শের গনঅভুত্থানে শুধুমাত্র ফ্যাসিস্ট সরকারের পতন হয়নি। এদেশে ভারতের আগ্রাসন ও অধিপত্যোর পতন ঘটিয়েছে। আওয়ামীলীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবেনা।

তিনি আরো বলেন পৃথিবীর ইতিহাসে এই ধরনের জঘন্য গনহত্যা ও বর্বরতার পরে সেই দেশে রাজনীতি করতে পারে নাই। আমরা বলতে চাই আওয়ামীলীগের সাথে আমাদের কোন আপোষ হবেনা। রাজনৈতিক দলগুলোকে ভুলে গেলে চলবে না। রাজনৈতিক দল গুলোর সুবিধাবাদী, ক্ষমতাবাদী ও ভাওতাবাজির চিন্তা-ভাবনার কারণে ১৬ বছর ছাত্র -জনতা রাজপথে নামে নাই। এই ছাত্র-জনতা তরুণদের কে বিশ্বাস করেই বাংলাদেশকে নতুন ভাবে নির্মাণ করতে বুক পেতে,মুখ পেতে লড়াই করছে।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ৭১’র মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৯০’র স্বৈরাচারী বিরোধী আন্দোলন ২০২৪ গন অভুত্থান কতো আন্দোলন সংগ্রাম হয়েছে। প্রত্যোকটি আন্দোলন সংগ্রামে সাধারন কৃষক শ্রমিক জনতা আন্দোলন লড়াই করেছে ‘ কিন্তু তার ফলভোগ করেছে এই দেশের ভাওতাবাজ ওয়ান ভন্ড রাজনীতিবিদরা ও কিছু উচু তলার কিছু লোকেরা।তাই আমি বলছি এস সব ভাওতাবাজ ভন্ডদের রাজনীতিবিদের পিছনে ঘোরা যাবেনা। দেশ ও ভবিষ্যত নষ্ট করা যাবেনা‘ সমাজের ক্ষতি করা যাবেনা। এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর এই সমাজকে পরিবর্তনে আনার। আগামিতে এই ছাত্র-জনতাকেই নেতৃত্ব দিতে হবে।

তিনি বলেন আওয়ামীলীগের আমলে যে লুটপাট দখলদারি, চাঁদাবাজি, মাফিয়াদের আনাগোনো হয়েছে। গন অভুত্থানের পরেও কিন্তু তার পরিবর্তন হয় নাই ‘শুধু পঞ্চগড়ে নয়। অন্য জায়গায় এখনো চাঁদা তোলা বন্ধ হয়নি শ্রমমিক সংগঠন , গামেন্টসকে এই চাঁদা দিতে হচ্ছে। আমি শুনলাম তেতুঁলিয়ায় নাকি পাথর তুলতে গেলে চাঁদা দিতে হয়।

তিনি বলেন আমরা জীবন দিয়ে আওয়ামীলীগকে দেশ থেকে বিতারিত করেছি। এখন চাঁদাবাজ ,দখলবাজ কারা ! আমি আপনাদের বলতে চাই আপনাদের স্বভাব চরিত্র যদি আওয়ামীলীগের মত হয় ‘ভোট কিন্তু হয় নাই। সামনে কিন্তু জনগন তাদের ভোট দিয়ে জবাব দিবে।

তিনি বলেন আপনাদের সুযোগ এসেছে প্রকৃত ভালো মানুষকে ভোট দিবেন। আপনারা যদি ভালো মানুষ নির্বাচিত না করেন তাহলে সমাজ ভালো হবে কি করে’। যদি ধান্দাবাজ, চাঁদাবাজদের ভোট দেন তাহলে ভালো আশা করেন কি করে।

তিনি বলেন শুনলাম পঞ্চগড়ে একটি নতুন হাসপাতাল সেটি নাকি চালু হয়নি। আর পঞ্চগড়ের চিনিকলটি বন্ধ হয়ে গেছে। এসব বিষয়ে অবশ্যাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে দাবি পূরনে জাতীয় প্রেসক্লাবে গিয়ে আন্দোলন জোড়ালো করতে হবে।

পঞ্চগড় জেলা গনপরিষদের আহবায়ক মাহফুজুূর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মূখপাত্র গনপরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, গনপরিষদের কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ, গন পরিষদের সদস্য উচ্চতর পরিষদ হানিফ খান সজিব, গনপরিষদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মুন্নাফ , গনপরিষদের সহ দপ্তর সম্পাদক ইব্রাহিম খোকন গনপরিষদের সহ প্রচার সম্পাদক সোহাগ হাসান বাবু ও জেলা বৈষম্য বিরোধী আন্দোরনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত