সাংবাদিক ময়ূখকে ‘গাধা’ বলে কটাক্ষ অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর!

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৪:৫৬ | আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৭:২৯

সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভারতের আলোচিত-সমালোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে প্রায় সবাই চেনে! অস্বাভাবিক অঙ্গভঙ্গি এবং ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে উদ্ভট কথার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে সমালোচনার পাত্র হয়েছেন।
শুধুমাত্র বাংলাদেশের মানুষের কাছেই নয়, কলকাতাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারাও তাকে নিয়ে সমালোচনা করেন। এবার পরোক্ষভাবে ময়ূখ রঞ্জন ঘোষকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
শুক্রবার (২৫ এপ্রিল) এক ফেসবুক পোস্টে অভিনেতা লেখেন, “ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন,তাহলে পুরোটা হল ‘ময়ূররঞ্জন’।”
অভিনেতার পোস্ট করার পরেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়। ওই পোস্ট এখন নেটদুনিয়া হাসির খোরাগ জুগিয়েছে। নেটিজেনরা দাবি করেন, বছরের সেরা পোস্ট এটি। ময়ূখকে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করলেন অভিনেতা? অভিনেতার অনুরাগীদের মনে এখন হাজার প্রশ্ন। তবে কোনো মন্তব্যের জবার দেননি ঋত্বিক।
অভিনেতার ইঙ্গিতপূর্ণ পোস্টের মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। অভিনেতার সঙ্গে সহমত জানিয়েছে অভিনেতার ভক্তরা। একজন লিখেছেন, ‘একদম ঠিক বলেছেন।’ অন্য একজন তথকথিত সাংবাদিকের পক্ষ নিয়ে লিখেছেন, ‘আপনার (ঋত্বিক চক্রবর্তী) অভিনয় যতটা উচ্চমানের, আপনি মানুষ হিসেবে ততটাই নিম্নমানের।’
বলে রাখা ভালো, ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। টলিউডের একাধিক তারকাদের সঙ্গে বেশ সখ্যতা তার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত