আদমদীঘিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তোহা গ্রেফতার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৯:০০ |  আপডেট  : ২৭ এপ্রিল ২০২৫, ০৪:০৬

বগুড়ার আদমদীঘি সদরে বিএনপির অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তোহাবিন আলম তোহাকে (২৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত তোহা উপজেলার কোমারপুর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে ও ছাতিয়ানগ্রাম ইউপির ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গত শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। তোহাকে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কোমারপুর চারমাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধ করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। এরপর হামলাকারীরা বিএনপি অফিসে ঢুকে ভাঙচুর ও আসবাবপত্রে আগুন দেয়। এ ঘটনায় গত ২৫ আগস্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত মোট ২৫০ জনের নামে নাশকতা মামলা দায়ের হয়। সেই মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তোহা বিন আলমকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত তোহা বিন আলমকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত