নন্দীগ্রামে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৮:৫৭ |  আপডেট  : ২৭ এপ্রিল ২০২৫, ০৪:১৫

বগুড়ার নন্দীগ্রামে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৪ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ এপ্রিল) সকালে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নন্দীগ্রাম কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও মহাসচিব গোলাম মোস্তফা মতিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশিদ, উপজেলা বিএনপি সভাপতি আলাউদ্দিন সরকার, সধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহসভাপতি একেএম ফজলুল হক ও সাধারণ সম্পাদক শাবান আলী প্রমুখ। 

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর ৫৮৩জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। এরমধ্য ট্যালেন্টপুলে ৬৪জন ও বিভিন্ন ক্যাটাগরিতে ৫১৯জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। সেসময় উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত