আদমদীঘিতে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা নারী ঘটিত কারণে সাময়িক বরখাস্ত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৯:০২ |  আপডেট  : ২৭ এপ্রিল ২০২৫, ০৪:১৪

প্রেমের টানে এক নারীর বাড়িতে দেখা করতে গিয়ে আটকের পর বগুড়ার আদমদীঘির সান্তাহার খাদ্যগুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল শনিবার (২৬ এপ্রিল) দুপুরে আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বুধবার রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের একটি আদেশের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আদেশ সূত্রে জানা গেছে, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে জয়পুরহাট জেলায় অনৈতিকভাবে নারী ঘটিত সমস্যায় সম্পৃক্ত হয়ে স্থানীয় জনগণ কর্তৃক আটক হয়েছিলেন। যা সরকারি বিধিমালা মোতাবেক সাময়িক বরখাস্তের যোগ্য। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

জানা যায়, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের সামন্তাহার গ্রামের এক নারীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় ঘটে সান্তাহার খাদ্যগুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলীর। দীর্ঘ চার বছর ধরে চলে তাদের সেই সম্পর্ক। বাড়ি ও অফিসে যাতায়াত ছিল দুজনেরই। গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২টায় ওই নারীর বাড়িতে বেড়াতে যান খাদ্য কর্মকর্তা ইউসুফ আলী। এরপর বিয়ের জন্য ওই নারী জোর করলেও বিয়েতে রাজি হননি ওই কর্মকর্তা। তখন প্রতিবেশীদের সহযোগিতায় তাদের আটকে দেন ওই নারী। ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে বাড়িতে মানুষের ভিড় জমে। পরে স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যার্থ হন। তখন উৎসুক জনতা জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতায় তাদের থানায় নিতে চাইলে স্থানীয়রা বাধা দেন। পরের দিন বিষয়টি নিয়ে আবারও সমাধানের চেষ্টা করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। একপর্যায়ে ১১ লাখ টাকার বিনিময়ে সমাধান করতে চাইলেও আপস করেননি ওই নারী। স্থানীয় মাতবররা আবারও পুলিশ ডাকেন। পরে বুধবার রাত ১০টায় খাদ্য কর্মকর্তাকে উদ্ধার করে পুলিশ। 

ঘটনার বিষয়ে সান্তাহার খাদ্যগুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘ওই নারীর সাথে পরিচয়ের পর থেকে বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করতে থাকে। পরে আমি তার পরিবারের সঙ্গে আলাপ করতে ক্ষেতলাল গিয়েছিলাম। সেখানে বিয়ের জন্য ওই নারী জোর করে।’

আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী বলেন, সান্তাহার এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী পাবনার মুলাডুলি সিএসডিতে বদলি আদেশাধীন ছিলেন। এরই মধ্যে নারী ঘটিত কারনে কর্মস্থলে অনুপস্থিত থাকায় বিধি মোতাবেক রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন স্বাক্ষরিত একটি আদেশের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত