আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির কৈশোর ও যুব কমিটির দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৮:৫৬ | আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৪:০৭

বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত কৈশোর ও যুব কমিটির দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় বেডো সমৃদ্ধির আদমদীঘি উপজেলা ইউনিট কার্যালয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় ও বেডোর বাস্তবায়নে যুব ও কৈশোরদের নিয়ে পৃথক দুটি সভার আয়োজন করা হয়। সমৃদ্ধি কর্মসূচির আদমদীঘি সদর ইউনিয়ন যুব কমিটির সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবীব তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বেডো সমৃদ্ধি কর্মসূচির আদমদীঘি উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তরিকুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল, স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন, আদমদীঘি সদর ইউনিয়ন যুব কমিটির সাংগঠনিক সম্পাদক ছালমা বেগম, যুব সদস্য ছনি আক্তার, রবিউল, স¤্রাট, মুক্তার, কিশোর কমিটির প্রশন্ন, দিপ্ত, অনন্ত, ওমর, গালিভ, নীরব, রাব্বী, কিশোরী কমিটির সুমাইয়া, আসামনী ও রামিশা প্রমূখ। সভায় কর্মসূচিভুক্ত সদস্যদের নিয়ে আগামী মাসে ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সীদ্ধান্ত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত