ধোনিকে ধন্যবাদ জানিয়ে মোস্তাফিজের স্মৃতিচারণ

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ৪ মে ২০২৪, ১০:৩১ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:২৪

চলমান আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন মোস্তাফিজুর রহমান। ভারতের সাবেক কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন এই টাইগার পেসার। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আইপিএলের মাঝপথেই দেশে ফিরেছেন ফিজ। দেশে ফিরে ধোনিকে নিয়ে স্মৃতিচারণ করেছেন মোস্তাফিজ।

পাঞ্জাব কিংসের বিপক্ষে এবারের আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলে বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় দেশ ফেরেন মোস্তাফিজ। শুক্রবার (৩ মে) ধোনিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফিজ। ধোনির সঙ্গে একটি ছবি পোস্ট করে এই টাইগার পেসার লেখেন, 'সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো কিংবদন্তির সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করে নেওয়াটা ছিল একটি বিশেষ অনুভূতি।'

ধোনিকে ধন্যবাদ জানিয়ে মোস্তাফিজ আরও লেখেন, 'আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান পরামর্শকে সাধুবাদ জানায়, যা আমি সবসময় মনে রাখবো। দ্রুতই আবারও আপনার সঙ্গে দেখা করতে ও খেলতে চাই।'
 
চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক আসরটা বেশ স্মরণীয় করে রেখেছেন মোস্তাফিজ। চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচ খেলে নিয়েছেন ১৪ উইকেট। দেশে ফেরার আগ পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন এই টাইগার পেসার।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত